আজ বৃহস্পতিবার রাত। এই রাতে পৃথিবীর একশ্রেণীর প্রেমিক প্রেমিকারা নয়কে-ছয় বানিয়ে প্রিজনকে ঠকিয়ে ভিন্ন মানুষের বুকে হারিয়ে যায়। তোমায় ফুলের মতো বুক পকেটে গুঁজে রাখব বলা প্রেমিকটা প্রেমিকা নামের ফুলকে পায়ে পিষে ভাঙাচুরা হৃদয়ের উপর দিয়ে সোজাসাপ্টা হেঁটে চলে যায়। আমি তোমার চোখের কোণে একচিমটি জল আসতে দিবো না' বলা প্রেমিকাটা আজন্মকাল কাঁদার জন্যে চোখের নিচে ড্রেন করে দিয়ে অন্য সমুদ্রে গাঁ ভাসায়।
বৃহস্পতিবার রাতে একদল মানুষের বিশ্বাসের ঘর প্রতারণার আগুনে পুড়ে ছাই হয়, অন্য আরেকদল মানুষ সেই ঘর পোড়া আগুনের তাপে আগুন পোহায়। জান বলে ডাকা মানুষটা মুহূর্ত হয়ে উঠে জানোয়ার, কলিজায় রাখা মানুষটা কলিজার এফোঁড়ওফোঁড় ছিদ্র করে দেয় টুকরো টুকরো কথার আঘাতে।:এমন একটি বৃহস্পতিবার রাতে আমি কুকুর হয়ে বসে ছিলাম তোমার পায়ের কাছে, থেকে যাও প্লিজ লক্ষীটি, তোমাকে ছাড়া থাকতে আমার ভীষন কষ্ট হবে। তোমার পাশে অন্য মানুষের ছাঁয়া আমি সহ্য করতে পারবো না। আমার সমস্ত আবেগের মুখে থুথু ছিটিয়ে তুমি পরপুরুষের হাতে নিজেকে তুলে দিতে বসেছিলে বিয়ের পিরিতে। নতুন মানুষের বুকের হারানোর ফ্যান্টাসি নিয়ে তুমি যখন গায়ে কাঁচা হলুদ আর লাল বেনারসি জড়িয়ে আনন্দে হাসছিলে সেই সময় একটা যুবক দূর থেকে দাঁড়িয়ে নিজের মানুষকে আয়োজন করে অন্য মানুষের বুকে হারাতে দেখে চোখ ভর্তি জল নিয়ে আবেগে থরথর করে কেঁপেছিল।:এই বৃহস্পতিবার রাতে সবচেয়ে বোকাসোকা ভীতু ছেলেটা নিজেকে হত্যা করতে হয়ে উঠে চমৎকার সাহসী। এই বৃহস্পতিবারে ই মায়ের নাক ফুলের পাথর হারিয়ে যাওয়ার মতো আমাদের মানুষ হারিয়ে যায়। পৃথিবীর অসংখ্য প্রেমিকারা পুরোনো অপদার্থ প্রেমিককে মনে রেখে স্বামীর জন্য আঁখিতে কাজল টানে এই বৃহস্পতিবার রাতে। হাজার হাজার প্রেমিকা পরিবারের মুখের দিকে তাকিয়ে নিজের প্রিয় মুখকে মনের দেয়াল হতে চোখের জলে মুছে ফেলের পায়তারা করে এই বৃহস্পতিবার রাতে।:এই বৃহস্পতিবার রাতে যে সময় পৃথিবীর সমস্ত নগরী জুড়ে বিয়ের ফুল ফুটাতে দলে দলে হলুদ সন্ধ্যার আসর জমায় সে-সময় পৃথিবীর তাবৎ ভয় আমার কলার চেপে ধরে, কপালে চিন্তার ভাঁজ পড়ে। কার বুকে জানি জন্মদাগের মতো গেড়ে বসলো বৃহস্পতিবার। আবার কার জানি পুড়ে ছারখার হলো মনের বন। কার কপালের টিপ না জানি কার হয়ে যায়, কার শার্টের বুতাম জানি কার শার্টে ট্রাসলেট হয়ে যায়। আমার মতো কার মাথা রাখা বুক জানি হয়ে যায় অন্য কারো হাতের আদুরে শরীর..
✒️ আরিফ হুসাইন।📃বৃহস্পতিবার
বৃহস্পতিবার রাতে একদল মানুষের বিশ্বাসের ঘর প্রতারণার আগুনে পুড়ে ছাই হয়, অন্য আরেকদল মানুষ সেই ঘর পোড়া আগুনের তাপে আগুন পোহায়। জান বলে ডাকা মানুষটা মুহূর্ত হয়ে উঠে জানোয়ার, কলিজায় রাখা মানুষটা কলিজার এফোঁড়ওফোঁড় ছিদ্র করে দেয় টুকরো টুকরো কথার আঘাতে।:এমন একটি বৃহস্পতিবার রাতে আমি কুকুর হয়ে বসে ছিলাম তোমার পায়ের কাছে, থেকে যাও প্লিজ লক্ষীটি, তোমাকে ছাড়া থাকতে আমার ভীষন কষ্ট হবে। তোমার পাশে অন্য মানুষের ছাঁয়া আমি সহ্য করতে পারবো না। আমার সমস্ত আবেগের মুখে থুথু ছিটিয়ে তুমি পরপুরুষের হাতে নিজেকে তুলে দিতে বসেছিলে বিয়ের পিরিতে। নতুন মানুষের বুকের হারানোর ফ্যান্টাসি নিয়ে তুমি যখন গায়ে কাঁচা হলুদ আর লাল বেনারসি জড়িয়ে আনন্দে হাসছিলে সেই সময় একটা যুবক দূর থেকে দাঁড়িয়ে নিজের মানুষকে আয়োজন করে অন্য মানুষের বুকে হারাতে দেখে চোখ ভর্তি জল নিয়ে আবেগে থরথর করে কেঁপেছিল।:এই বৃহস্পতিবার রাতে সবচেয়ে বোকাসোকা ভীতু ছেলেটা নিজেকে হত্যা করতে হয়ে উঠে চমৎকার সাহসী। এই বৃহস্পতিবারে ই মায়ের নাক ফুলের পাথর হারিয়ে যাওয়ার মতো আমাদের মানুষ হারিয়ে যায়। পৃথিবীর অসংখ্য প্রেমিকারা পুরোনো অপদার্থ প্রেমিককে মনে রেখে স্বামীর জন্য আঁখিতে কাজল টানে এই বৃহস্পতিবার রাতে। হাজার হাজার প্রেমিকা পরিবারের মুখের দিকে তাকিয়ে নিজের প্রিয় মুখকে মনের দেয়াল হতে চোখের জলে মুছে ফেলের পায়তারা করে এই বৃহস্পতিবার রাতে।:এই বৃহস্পতিবার রাতে যে সময় পৃথিবীর সমস্ত নগরী জুড়ে বিয়ের ফুল ফুটাতে দলে দলে হলুদ সন্ধ্যার আসর জমায় সে-সময় পৃথিবীর তাবৎ ভয় আমার কলার চেপে ধরে, কপালে চিন্তার ভাঁজ পড়ে। কার বুকে জানি জন্মদাগের মতো গেড়ে বসলো বৃহস্পতিবার। আবার কার জানি পুড়ে ছারখার হলো মনের বন। কার কপালের টিপ না জানি কার হয়ে যায়, কার শার্টের বুতাম জানি কার শার্টে ট্রাসলেট হয়ে যায়। আমার মতো কার মাথা রাখা বুক জানি হয়ে যায় অন্য কারো হাতের আদুরে শরীর..
✒️ আরিফ হুসাইন।📃বৃহস্পতিবার
0 Comments